About us

বিসমিল্লাহির রহমানের রহিম
আমনুরা হযরত বুলন্দ শাহ মহাবিদ্যালয়
ঝিলিম দরগাপাড়া, আমনুরা, চাঁপাই নবাবগঞ্জ।

চাঁপাইনব্বগঞ্জ জেলার অন্তর্গত বরেন্দ্র অঞ্চল আমনুরা। এখানে ব্রিটিশ আমলে গড়ে উঠেছিল আমনুরা রেলওয়ে জংশন যা অত্র এলাকাটিকে বাংলাদেশের সকল অঞ্চলের সাথে যোগাযোগের ক্ষেত্রে অনেক গুরুত্ব বহন করে আসছে। এমতাবস্থায় এলাকায় অনেক প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু উদ্যোগের অভাবে প্রতিষ্ঠা পায়নি উচ্চশিক্ষার জন্য কোন মহাবিদ্যালয়। অত্র এলাকায় তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি বালিকা  মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এখান থেকে প্রতি বছর প্রায় ২৫০জন ছাত্র-ছাত্রীকে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা শেষে উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য বাইরে যেতে হয়। অত্র এলাকার পূর্ব দিকে প্রায় ১০(দশ) কিলোমিটার দুরে মুন্ডমালা ফজর আলী মোল্লা মহাবিদ্যালয় (রাজশাহী জেলা), ২০ (বিশ) কিলোমিটার পশ্চিমে চাঁপাইনবাবঞ্জ সরকারি মহাবিদ্যালয়, ১৫ (পনের) কিলোমিটার উত্তরে নাচোল মহাবিদ্যালয় ও ২১ (একুশ) কিলোমিটার দক্ষিনে কাকনহাট সহ গোদাগাড়ী মহাবিদ্যালয় (রাজশাহী জেলা) অবস্থিত। যার কারণে অত্র এলাকার বিত্তশালী পরিবারের ছেলে-মেয়েরা উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে পারলেও দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা মাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এখানে সকল শ্রেণির মানুষের উচ্চ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মহাবিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয়। এ সমস্থ বিষয় বিবেচনা করে ৩ নং ঝিলিম ইউনিয়ন চেয়ারম্যান জনাব মো: তসিকুল ইসলাম এর উদ্যোগে এলাকার জনগণকে নিয়ে এই মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। যার নাম করণ করা হয় “পীর হযরত বুলন্দ শাহ্” এর নাম অনুসারে আমনুরা হযরত বুলন্দশাহ্ মহাবিদ্যালয়। অত্র এলাকার জনগণ মহাবিদ্যালয়টির উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।

এই মহাবিদ্যালয়টির প্রশাসনিক দক্ষতায় শিক্ষকমন্ডলীগণ অত্যন্ত দক্ষতার সহিত পাঠদান করে থাকেন। প্রতিষ্ঠানটি কোলাহলমুক্ত ও নিরিবিলি পরিবেশে হওয়ায় পাঠদানের জন্য উপযোগী অনেকটায়। ফলে এখানকার ছাত্র-ছাত্রীরা চাঁপাই নবাবগঞ্জ জেলায় বরাবরই সন্তোষজনক ফলাফল করে থাকে।

এ ভালো ফলফল আজীবন জিইয়ে রাখার নিমিন্তে এলাকার সকলের আন্তরিক সহযোগীতা খুবই প্রয়োজন।

মোঃ মাইনুল হাসান
অধ্যক্ষ