অনলাইন ক্লাস সম্পর্কে

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস এর প্রভাব বাংলাদেশে গত ৮ মার্চ ২০২০ প্রথম শনাক্ত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়, পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে এই বন্ধের মেয়াদ বাড়ানো হয়। তবে, শিক্ষার্থীদের পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখার নিমিত্তে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশক্রমে বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইনে তাদের পাঠদান কার্যক্রম শুরু করে যা এখনও চলমান। এরই ধারাবাহিকতায় আমনুরা হযরত বুলন্দ শাহ মহাবিদ্যালয় গত মে ২০২০ ইং থেকে অনলাইন ক্লাস পরিচালনা করে আসছে। এই প্রতিষ্ঠান ক্লাসগুলো প্রচারিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর “AMNURA HAZROR BULANDA SHAH COLLEGE “নামে গ্রুপে । কখনো লাইভে ক্লাশ নেওয়া হয় আবার কখনো ক্লাস ভিডিও করে আপলোড করা হয়।

ক্লাস রেকর্ড করার ক্ষেত্রে শিক্ষকদের পূর্ব অভিজ্ঞতা না থাকায় প্রথমদিকে কিছুটা সমস্যাবোধ করলেও ইতোমধ্যে সেটি তারা কাটিয়ে উঠেছেন। তবুও কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। যেমন, ক্লাসরুমে শিক্ষার্থীদের সাথে সরাসরি সংযোগ না ঘটা, অনলাইনে কনটেন্ট আপলোড করতে না পারা।  আরেকটি সমস্যা হলো- শিক্ষার্থীগণ ঠিকমতো ক্লাসগুলো দেখছে কিনা নিশ্চিত করা।

তারপরেও তথ্য প্রযুক্তির এই যুগে প্রাথমিক দুর্বলতাগুলো কাটিয়ে বাংলাদেশের ই-লার্নিং কার্যক্রম ভবিষ্যতের ক্লাসরুমভিত্তিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কার্যকরভাবেই চালু থাকবে বলেই মনে করি।