জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম জাতীয় শোক দিবস উদযাপন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে রচনা প্রতিযোগিতা , র‍্যালি , আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজনে আমনুরা হযরত বুলন্দ শাহ মহাবিদ্যালয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জনাব মোহাম্মদ সারওয়ার আলম । সকল শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীর উপস্থিতিতে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যক্ষ সহ সমাজকর্ম বিভাগের জেষ্ঠ প্রভাষক মোঃ কামরুজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ পিয়ারুল ইসলাম , আইসিটি বিভাগের প্রভাষক মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জ্যেষ্ঠ প্রভাষক মোঃ জহুরুল হক।

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২২ উদযাপন

২৬ শে মার্চ ৫২ তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমনুরা হযরত বুলন্দ শাহ মহাবিদ্যালয় আলোচনা সভা, ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদায় পালন করেন। এতে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী সহ সকল ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। দিবসটি অত্র মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে সম্পন্ন হয়।

Continue reading

অনলাইন ক্লাস সম্পর্কে

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস এর প্রভাব বাংলাদেশে গত ৮ মার্চ ২০২০ প্রথম শনাক্ত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়, পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে এই বন্ধের মেয়াদ বাড়ানো হয়। তবে, শিক্ষার্থীদের পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখার নিমিত্তে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশক্রমে বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইনে তাদের পাঠদান কার্যক্রম শুরু করে যা এখনও চলমান। এরই ধারাবাহিকতায় আমনুরা হযরত বুলন্দ শাহ মহাবিদ্যালয় গত মে ২০২০ ইং থেকে অনলাইন ক্লাস পরিচালনা করে আসছে। এই প্রতিষ্ঠান ক্লাসগুলো প্রচারিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর “AMNURA HAZROR BULANDA SHAH COLLEGE “নামে গ্রুপে । কখনো লাইভে ক্লাশ নেওয়া হয় আবার কখনো ক্লাস ভিডিও করে আপলোড করা হয়।

ক্লাস রেকর্ড করার ক্ষেত্রে শিক্ষকদের পূর্ব অভিজ্ঞতা না থাকায় প্রথমদিকে কিছুটা সমস্যাবোধ করলেও ইতোমধ্যে সেটি তারা কাটিয়ে উঠেছেন। তবুও কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। যেমন, ক্লাসরুমে শিক্ষার্থীদের সাথে সরাসরি সংযোগ না ঘটা, অনলাইনে কনটেন্ট আপলোড করতে না পারা।  আরেকটি সমস্যা হলো- শিক্ষার্থীগণ ঠিকমতো ক্লাসগুলো দেখছে কিনা নিশ্চিত করা।

তারপরেও তথ্য প্রযুক্তির এই যুগে প্রাথমিক দুর্বলতাগুলো কাটিয়ে বাংলাদেশের ই-লার্নিং কার্যক্রম ভবিষ্যতের ক্লাসরুমভিত্তিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কার্যকরভাবেই চালু থাকবে বলেই মনে করি।